আঁখিতে রাখিতে আঁখি,
বাসিতাম ভালো সব ফেলি রাখি।
কপোলে রাখিতে অধর,
জড়িতাম গায়ে করি শীতের চাদর।
হাটিতে পায়ে পায়ে, নিরাক পাড়া গাঁয়ে
বাঁধিতাম মোরা ছোট্ট সুখের ঘর।
আনিতাম বিল সেঁচি টেংরা কৈ চুনোপুঁটি
রাঁধিতে হাড়িতে মাটির চুলার পর।
থাকিতে বুকের পরে, ছোট্ট সুখের ঘরে
চাঁদের আলোয় সরিত অন্ধকার।
থাকিতাম মিলে দুয়ে, মাদুর বিছায়ে শুয়ে
সুখেতে হাসিতে ভরিত বুকের পার।
ইশ! যদি একটু রাখিতে আঁখি,
বাসিতাম ভালো সব ফেলি রাখি।
ক্ষণেক থাকিতে হাত ধরি,
জড়িতাম বুকে শীতের চাদর করি।