এই যে রাতি, রাতির গায়ে জ্বর।
আধেক আলো, আধেক আঁধার,
হানবে বোধহয় ঝড়; ভাঙবে কারো ঘর।
ঝড় হলে হোক! চড়াই পাখির চিন্তা কী আর!
পরের ঘরে টুইয়ের পরে রাজার মতো বাস।
বাবুই পাখির চিন্তা শত ঘর যে লতা-পাতার।
একটুখানি হাওয়ার জোরেই ঘর নড়বড় করে।
ছিটকে পড়ে কখন জানি! বৃষ্টি এলেই গড়ায় পানি।
একটুখানি হাওয়া এলেই হৃদয় কাপে ডরে।
এই যে রাতি! আঁধার এখন! আসবে বুঝি ঝড়।
তোমরা তো সব চড়াই পাখি, পাঁকা ঘরের সুখ বিলাসী;
বাবুই পাখির সাথে সাথে কেবল আমার মনেই ডর।