আবার যখন আসবে, তখন সময় নিয়ে এসো বেশি করে।
আমার গোলাপ একদিন ধরে না শুধু, সারা বছর ঝরে।
গোলাপগুলো সারাবছর ডুকরে কাঁদে, কেউ কি তা জানে?
বিশেষ দিনে এসেছো তুমি, গোলাপ কি তার এতটুকুও মানে?
দেখা হলেই চকলেট পেতে, কিংবা পেতে বাদাম।
কোথায় তোমার পাবার হিসেব, সারাবছরের আঞ্জাম?
আজই শুধু দেইনি কিছু, তাতেই কত অভাব!
ভালোবাসায় কেন আবার বিশেষ দিনের প্রভাব?
কত শত প্রমিস গেলো, কত শত হলো পূরণ!
আজকেই কেন প্রমিস হবে, আজ হলে হবে না ভাঙ্গন?
তোমার কেন দিবস হবে বুকে জড়াবার, চুমু পাবার?
হাজারবারে মন ভরেনি, চাইবে আরো, দিবস কেন আবার?
ভালোবাসার দিবস হলে, বাকী দিনের ভালোবাসা বিলীন হবে।
একটি দিনেই চাইবে প্রেম, পাইবে প্রেম, সারাবছর মলিন রবে।
আবার যখন আসবে প্রিয়, বেশি করে সময় নিয়ে এসো তবে।
হাজার হাজার গোলাপ আছে, চুমু আছে, প্রেম আছে বুকের ভবে।
আবার যখন আসবে তুমি আমার কাছে, জীবন টুকু নিয়ে এসো।
দিবস ভুলে সবটা ফেলে, হৃদয় ভরে সারাবছর ভালোবেসো।