একদিন বহিবে নিঃশ্বাস শান্তির বিশ্বাস,
বহিবে চারিদিকে মুক্ত বাতাস,
হাসিবে তরুলতা দুলিবে ফুল,
কাঁধে কাঁধ ধরে চলিবে কুল;
আনন্দ বহিবে শুধু জগতের মাঝে,
সে যে মহা শান্তির বাণী,
যাহার পরশে দুয়ে মুছে যাবে মোর অতীতের যত গ্লানি -  

ইহা স্বর্গের প্রতিক, দয়াময়ের দান;
তাহারই দানে চোর খান-চারি হয়ে যায় গুনবান, ইহা শান্তির নাম —
সকলের মুখে আজি ?

সালাম ! সালাম !!

ইহা কল্যাণের বাণী —
যে বুঝে সাম্য, সে বুঝিয়াছে শান্তি ইহা উভয়েরই দিক;
ইহা কোথা হতে আসিয়াছে —?

ঐ যে সুদূর জান্নাত থেকে ইহা আসিয়াছে;
প্রাপ্ত হয়েছেন তিনি আদি পিতা যিনি,
ইহা স্বর্গের সম্ভাষণের বাণী;
অসীম করুণাময় যিনি বর দিয়েছেন তিনি;
বলিয়াছেন তাহারই অমর বাণী —

" সালামুন কাওলাম মির রাব্বির রাহিম "

ইহা স্রষ্টার বাণী, দয়াময় তিনি গড়িয়াছেন যিনি;
      যাহার নাহি কোনো ক্ষয়,
কী করে তাহারই কথা এ ধরার বুকে অমর নাহি রয়;
ইহা সাম্যের বাণী শান্তির বাণী আজি,
ইহারই প্রতাপে কতো-শত পাপ বিলীন হইতেছে আজি।

দেখা হলে পথে-ঘাটে, হাঁটা-বসা সময়েতে
সকলেরই মুখে-মুখে বহিতেছে আজি —

ইহা নির্বিঘ্নতা, ইহা মুক্তির ধ্বনি,
যে ধ্বনি চিনেনা কোনো জাতি-কুল ব্যবধান,
যে ধ্বনি খুঁজে না কোন উঁচু-নিচু মান,
তাইতো দেখিয়াছি আজি ইহার গুণমান যত রাজি।

ইহা সাম্যের গান, ইহা গভীর বচসা মাঝে,
দুঃখিনী মায়ের দু-সন্তানের একসাথে হেঁটে চলা।
ইহা ভ্রাত্বিত্বের বন্ধন,অটুট রাখিয়াছে আজি;
বাড়িয়েছে তাহাদেরই মান, ইহা এবাদত নয় শুধু স্রষ্টার মহা দান।

আজ বাজে শুধু তাহারি গান ?
ইহা শান্তির নাম, সাম্যর নাম —

সালাম!  সালাম!  সালাম!