একুশ মানে রক্তে রাঙানো অর্জিত সেই দল
একুশ মানে গর্জিত ঐ তরুণের সেই বল;
একুশ মানে মুক্ত ধ্বনি শত জননীর ভাষা
একুশ মানে অর্জন আর গহীন ভালোবাসা।
একুশ মানে চাপিয়ে দেওয়া গম্ভীর সেই ভাষা
একুশ মানে রক্ত ঝরানো মুক্ত স্বরের আশা;
একুশ মানে অমরত্ব কোটি হৃদয়ের ভাষা
একুশ মানে বিদীর্ণ করা অত্যাচারীর আশা।
তবে চলো সবে একুশের সুরে গাই ঐ গান,
মায়ের বুলি মুক্তি দিতে ছুটে চলো সব প্রাণ;
অত্যাচারী স্বৈরশাসক জারি করেছে আইন
ভেঙে চলো রক্ষার তরে, বাংলা ভাষার মান।
আন্দোলন ক্ষিপ্র হলে নরপিশাচ দলে-দলে
ছুড়ে গুলি, ঝরে রক্তের ফোঁটা শহীদ হয়েছে;
সালাম, বরকত, জব্বার আরও শত বীর
ইহাদের ত্যাগে শিষ্ট মোরা সকল ধর্ম জাতি।
মোরা গাই তবে ভাই একুশের সুরে বাঙালি,
মুক্ত কন্ঠে বলে যাই আজ একুশ তরে হাসি;
ধরার বুকে বিলিয়ে দিতে বাংলা ভাষার মান
ভাষাশহিদের ত্যাগের তরে অনন্ত সালাম।