হারিয়ে যাবো একদিন আমি মৃত্যুর অতল কোলে;
রয়ে যাবে কর্ম, অহমিকা, যশ, ভুলে যাবে মানুষ;
সময়ের কোনো স্রোতে।
হয়তো কিছু ক্ষণ স্মরণে রাখিবে বাংলার—
ক্লান্ত পথিকের মতো ভোরের শিশিরের কণা;
স্মরণে রাখিবে বিলের পদ্ম, মৃদু কাশফুলের হাওয়া;
স্মৃতি পটে রাখিবে বাংলার এ গাঁ।
মনে রাখিবে হয়তো সোনালি ধানের মাঠ;
রাখিবে এ মনে ! —
এ বিশখালি,ধানসিঁড়িটির তীর।
হয়তো খুঁজিবে মোরে ইহাদের ভীড়ে ধবল বক।
তারাও ভুলে যাবে কোনোদিন রাখিবে না মনে এ ভুবনে,
যেনো ঝরে যেতে হয় শীতের সকালে ক্লান্ত পাতার মতো !
না চাহিলেও যেতে হবে কোনোদিন
কোনো ক্ষণে, কালের নিস্পন্দ অথই স্রোতে।