দুলছে বেলা চলছে সময়-সময়ের বাঁকে-বাঁকে।
দাঁড়িয়ে আছি দুয়ারে আমি একলা শূন্য হাতে !

চলছে বেলা ফুরাচ্ছে সময় হারাচ্ছে যত স্মৃতি;
নির্জনে বসে এ-মন ভাবে করেছ বা এ কী ?

করছো যা অন্যায় আর জুলুম-নির্যাতন,
হাঁকাচ্ছো ডাক পরশু লয়ে সময়ে সারাক্ষণ।

দম্ভভরে পা মাটিতে না ফেলে, রেখেছো অন্যের ঘাড়ে;
তবুও কি স্মরণ হলো না, কী করছো কার সাথে ?

ন্যায়-নীতি সব ধুলায় মিশায়েছো করছো হাস্যরস,
করেছো তুমি সাধের জীবনে কতোই না উপহাস।

বয়ে যাচ্ছে জীবনের ধারা,
সময়ের সারা-ক্ষণে, তবুও কী চিন্তা করিবেনা ?
কী করব এক্ষণে ?

সময় বলছে !

"যা করছো-তা পর স্বার্থ লাগি,
নিজের জন্য কী করেছো হে সময়ের মাঝি" ?

সৎকর্ম করতে হবে অনিত্য ভূবন মাঝে;
বিচার-বিবেচনা করে যেতে হবে ক্ষণিকের ক্ষিতি মাঝে।

জগতের যত অন্যায় আর মূর্খতা শত-শত
ধূলায় মিশে দিতে হবে তাই করছি আজ এ ব্রত।


            — ২২ শে ভাদ্র, ১৪২৯ - শরৎকাল।