যেন পাখিটি উড়ে যাচ্ছে মহাকালের উপর দিয়ে।
মনকে প্রশ্ন করলাম?
বৎস কতদিন বাঁচবে ভূলোকে ?
সে বলল!
যতদিন বাংলার নদী-মাঠ রয়ে যাবে এ ধরণীতে;
রয়ে যাবে কার্তিকের নবান্নের উৎসব;
বহমান হবে কণ্ঠাগ্নিদের কল্লোলিত সুর।
তবু যেনো মনে হয়;
দিগন্তের নীলিমাতে অন্ধকারে হারিয়ে যাচ্ছে বেলা,
মনে হয় যেন সময়ের গহীন স্রোতে হারিয়ে যাচ্ছি ক্ষণে-ক্ষণে।
তবু্ও যেতে হবে,
না চাহিলেও সময়ের স্রোতে;
শুধু রয়ে যাবে কর্ম।
বয়ে যাবে কালের বিবর্তনের স্রোত ধারা,
রয়ে যাবে বসুধা বক্ষে অরাজকতা পূর্ণ উৎপীড়ন।
একটু স্তব্ধ !
আবার জিজ্ঞেস করলাম ?
এতদিনে যা নিজের ভেবে করেছো এ ইহলোকে তা-কি সাথে যাবে?
অন্তরের গহীন থেকে ভেসে আসলো —
"বাছা যাহা নিজেরই নয় তাহা কী-করে রবে সাথে"
যদি পুর্ণ্যকর্ম করো ধরাধামে,
শুধু তাহাই রবে সাথে।