আমি তো আমার নই
আমি আবার কে ?
জন্ম দিয়ে পিতামাতা
ভালবাসে সেই ।

এটা নাকি ভালবাসার
শ্রেষ্ঠ উপহার
তাঁরাই যে যায় রেখে
উত্তরাধিকার ।

পালাক্রমে চালায় যাঁরা
মায়াবী সংসার
ছিড়ে বাঁধন যায় তাঁরা
ফিরেনা আর ।

আমাকে যেভাবে ইচ্ছে
করবো ব্যবহার !
অধিকার পেলে কোথায়
কে দিয়েছে তাঁর ?

অবাধ্য হও নীজ জ্ঞানে
করে  স্বরাজ্ঞান
মাড়িওনা কর্মের বাণে
করে অপমান ।
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃