অন্ধকার
              কাজী আফজাল
                -07-11-2018-
কেন যে এসেছিল
সব জেনে শুনে
এখনতো দেখি শুধু
দিন দিন গণে ।

কি করিতে কি করিল
ভেবে দেখো আজ
এই যদি তাই হয়, কিরে
পেয়ে যাবে লাজ ।

ভুলে গিয়ে সব কিছু
গোলমাল হলে
হিসাব কষিয়ে দেখি
সব গেল চলে ।

এখন তো আশার পালা
কি করিবে আর
জল ফেলে চোখে দেখে
সবই অন্ধকার ।

       সমাপ্ত