লোকে বলে পরের বাড়ি
পরের নাকি ঘর
দু'দিন পরে ছাড়তে হবে
সবাই হবে পর ।

কাজে কর্মে বলতে চায়
বড়ই কর্মবীর
ভাবছে না সে নিজের ঘরে
নিজেই মোসাফির ।

পথের পথিক চলছে শুধুই
উঁচু করে শির
সময় হলেই ক'দিন পরেই
ছাড়তে হবে নীড়।

আসা যাওয়া করেই শুধু
থাকে নিজের ঘরে
কাউকে কিছু বলছে না সে
যাচ্ছে সবই ছেড়ে ।

সময় যখন আমায় ছেড়ে
যাবে অনেক দুরে
পথের শেষে দাঁড়িয়েই সবে
পথ কি পাব ফিরে !!