কবে কবি কথা
গল্প কবিতার ছলে
কাপড় তো শুকোতে দেইনি
দিয়েছি হৃদয় খোলে ।

ভুলেতো যাইনি
উষ্ণ অনুভূতি নিতে
শুষ্ক বালিশেই মাথা নেইনি
তোষক গায়ে দিতে ।

ছরছরি করে
নাইতে যাইতে হবে
পরশ পেতে শান্ত দিঘির জলে
নাইবা গায়ে দিলে ।

মিষ্টিজল সেতো
নেইযে তার তূলনা
অশান্ত হৃদয় তৃষ্ণা নিবারণে
একটু জল পেলে ।

সব যাবে ভূলে
ফুলের গন্ধ পেলে
সবুজ শ্যামল ঘাসের গালিচায়
আনন্দে হেলে দুলে ।
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃