বিশ্বাস যদি ছেড়ে দাও
বিশ্বাস করবে কাকে ?
জন্ম দাতা পিতা কে ?
জিজ্ঞেস কর মাকে ।

চাক্ষুষ্মানকে যদি বল
ঐ সাগরে কত জল ?
জ্ঞান বিজ্ঞান অচল
বলবে আস্ত পাগল !

বিশ্বাসে পিতার পরিচয়
তর্কে হয়ে যাবে ভুল ।
সুণীল আকাশের বেড়ী
কোথাও পাবেনা কূল ।

আজন্মের বোঝা তাই
জ্ঞানের চক্ষু খোলো
এক হাত মাটির নিচে,সেখানে-
জ্ঞান বিজ্ঞান অচল হলো কেন  ?

জ্ঞানের বিচার হবে, শেষ বিচারে-
যেজন দিয়েছে জ্ঞান
সেই জ্ঞান দাও স্রষ্টারে
না মেনে খোদার বিধান ।

বিশ্বাস নিয়েই বেঁচে থাকো
যদি চলে যায় প্রাণ পাখি
শ্বশাণেই দেখো তার পরিণাম
জ্ঞান বিজ্ঞানের নেই কোন দাবি ।

            সমাপ্ত