কখন যে মোর সময় গুলি
দিচ্ছে মোরে ফাঁকি
আলো ফেলে দেখলো চেয়ে
সূর্যোদয়ের আঁখি ।

ভাবনাগুলো দুর হবে মোর
দেখাও সবই ভালো
সকাল হলেই ডাকবো প্রভু
দাও হৃদয়ে আলো ।

ভাবনাগুলো দাও তাড়িয়ে
বলছি আঁখি খোলে
তোমার দয়া ছাড়া আমার
কেমন করে মিলে ।

আজকে নাহয় কালকে হবে
এই ভাবনায় থাকি ।
অনেক সাধের সেই স্বপ্নগুলি
খুলবে নাকি আঁখি ।

এমনি করেই আশার পাহাড়
ভাসাই জলে ভেলা
অনেক সাধের স্বপ্ন গুলি
ডাকছে সকাল বেলা ।