হঠাৎ সেদিন চৌরাস্তায়
তোমার আমার দেখা ।
চোখের উপর কাজল টা সেই
একই রকম আঁকা ।
হঠাৎ তোমায় দেখে যেন
মন টা কেমন করে ,
সত্যি করে বলো
তোমার আমায় মনে পরে ?
মনে পরে সেই বট গাছ আর
তিস্তা চরের কাশ ?
মনে পরে সেই শিশু উদ্যান
পুকুরের ওই রাজ হাঁস ?
বলতে পারো কবে আবার
তোমার আমার দেখা হবে ?
কবে আবার , বুকে মাথা রেখে
আকাশ পানে চেয়ে রবে ?
বলতে পারো তোমার শরীরের সেই
গন্ধ টা আজো আছে ?
বলতে পারো তোমায় দেখে
সেই ছেলে টা আজো হাঁসে?
যে আমার হাতে চর খেয়েছে
বলেছে তোমায় ভুল করেছে !
আজো গলির কোণে দাঁড়িয়ে থাকে ,
তোমায় দেখে হাঁসে ?
দেখলাম কানের দুল গুলো
খুব সুন্দর , বেশ বড় !
কিন্তু তুমি তো বলতে
বড় দুল তুমি অপছন্দ কর ।
তবে কি নতুন প্রেমিক পেয়েছ,
যার বড় কানের পছন্দ ?
জানো, আমি আজো তোমার পথ চেয়ে ,
আমি আজো, তোমার ফেরার অপেক্ষায় ।
চলে এসো তুমি , যদি নতুন প্রেমিক ছেঁড়ে যায় ।
চলে এসো তুমি , আমি আজো তোমার অপেক্ষায় ।