আমি একটা শৈশব কিনতে চাই
যার কোন পিছুটান থাকবে না
যার কোন পিছুটান থাকে না কোনদিনই ।
যার না থাকবে কোন চিন্তা ,
যার না থাকবে কোন ভয় ।
না থাকবে বিভেদের বেড়াজাল
না থাকবে ভবিষ্যতের আশঙ্কা ।
যে অনায়াসে বিচরণ করে সর্বত্র ।
কাঁদা মাটি মেখে আবার হারাতে চাই
যদি একটা শৈশব কোথাও পাই ।
দাম যা চাইবে তাই দেবো ,
বিনিময়ে একটা শৈশব শুধু নেব ।
দেবে ?
আমি একটা বাল্যকাল কিনতে চাই ,
যে শুধু হাসতে জানে , ছুটতে জানে
যার কোন লজ্জা নেই , অপমান বোধ নেই ।
যে নিজের ভুলে অপর কে দায়ী করে না ,
যে হাজার লড়াই করেও বেলা শেষে
জড়িয়ে ধরতে দ্বিধা করে না ।
আমাকে একটা বাল্যকাল দেবে ?
আমি আবার কৈশোরে ফিরে যেতে চাই ,
যদি একটা কৈশোর কোথাও পাই ।
আবার কারও চোখে চোখ রাখব
আবার কারও প্রেমে পরবো ।
জানি যদিও বলার সাহস পাবো না
তবু পিছে পিছে বেড়াবো ।
এমন একটা কৈশোর বিক্রি করবে ?
এখন যৌবনের মাঝ পথে দাঁড়িয়ে ,
দায়িত্ব , কর্তব্য , আরও অনেক কিছু ।
চারিদিকে শুধু হিংসা , মিথ্যাচার ।
একের বিপদে অন্য হাসে ,
একের সুখে অন্য কাঁদে ।
আমি এমন যৌবন বিক্রি করতে চাই , বিনামূল্যে ।
নেবে ?
আমি একটা শৈশব, কৈশোর , বাল্য কিনতে চাই , বহুমূল্য ।
দেবে ?