আধার হল , বস্তির মেয়ে বাহির হল পথে
এদিক সেদিক তাকায়ে সে চলছে হেঁটে হেঁটে ।
রাস্তার কিছু বখাটে ছেলেরা কটূক্তি করে তায়
বস্তির মেয়ে রা কাটে না , হেঁটেই চলে যায় ।
যেতে হবে অনেকটা দূর , অনেকটা পথ বাকি
নইলে কালকে ভাতের হাড়ি , দিবেই তাঁকে ফাঁকি ।
বস্তির মেয়ে হলেও , সে সুন্দর অতি বেশ
আঁখি তাঁর বেশ টানা , লম্বা তাঁর কেশ ।
রাস্তার লোকে আলাপ করে , মেয়েটা বদ, খুব বাজে
দিনের বেলায় বাড়িতে থাকে , রাত্রে যায় কাজে !
সকাল সকাল টোলতে থাকে , ক্লান্ত হয়ে বাড়ি ফেরে
বখাটে ছেলেরা মন্দ বলে , তার পিছন পিছন ঘোরে ।
সে সিকিউরিটির কাজ করে , রাত্রি জেগে দাঁড়িয়ে থাকে ।
মা মরেছে ছোট্ট বেলায় , বছর হল বাপ মরেছে
সুযোগ বুঝে কে বা কারা , কাল রাতে ইজ্জত লুটেছে ।
রাত জেগে ও চিঠি লিখেছে , বাপের কাছে , বিশ্ব দুয়ারে -
“ আমার কি দোষ ছিল
বাপ আমায় ছেড়ে চলে গেল !
আমার কি দোষ ছিল ?
ওরা শরীরটাকেই ছিঁড়ে খেল !
পাঁচটা জোয়ান ছেলে এল
কেউ মুখ চাপল , কেউ পা ধরল
কেউ বুকের উপর হাত দিল ,
কেউ জামা কাপড় ছিঁড়ে নিল !
আমার কি দোষ ছিল ?
আমায় ওরা হারিয়ে দিল !! “