মিথ্যের পেয়াদারা চারদিক ঘিরে ধরে
আমি তবু মাথা উঁচু , ঠায় একা দাঁড়িয়ে
ক্ষণিক সময় শুধু মিথ্যেরা জিতে যায়
সত্যের দাবানল , মিথ্যেরা পুড়ে তায়।
মিথ্যের ধ্বজাধারী মুখোশের আড়ালে
আমার সম্মুখে , কোনদিন দাঁড়ালে -
চুপ চাপ শুনে যাবো , মিথ্যের গল্প
মিথ্যের পেয়াদাটা জিতুক না অল্প ।
ভারী খুশি মন তাঁর , জেতার আনন্দ
জিত যে আমার হল , আমি নিশ্চিন্ত ।
নীরবতা কখনো অনেক কথা কয়
নীরব থাকাটাও মিথ্যের পরাজয় ।