মাসের শেষে ছুটির দিনে
হঠাৎ সেদিন ( রবিবার ) খুব সকালে
ঘুম ভাঙল যখন ,
ভুলেই গেছি সেদিন ( শনিবার ) রাতে
ঘুমিয়েছিলাম কখন !
বেড়াতে যাবো বলে
যখন গাড়ির চাবি খুঁজি
খুঁজে খুঁজে হন্যে আমি
মুখের ঘর্ম মুছি !
কোল বালিসের তলায় যখন
গাড়ির চাবি নাই ,
মনে মনে ভাবছি তবে
কোথায় খুঁজে পাই ?
মানি ব্যাগের মধ্যে তবে
চাবি রাখি নি তো ?
মাথায় ঘোরে তখন আবার
কোথাও ছেড়ে আসিনি তো ?
সব জামা প্যান্ট খুঁজেও
যখন চাবি পেলাম না !
গিন্নি তখন চিন্তিত খুব
আর ঘোরা হবে না !
এমন সময় গাড়ির কাছে
যখন আমি যাই ,
তখন আমি ওই গাড়িতেই
চাবি খুঁজে পাই !
গিন্নি তখন বেজায় চোটে
সবে খুলেছে শাড়ি ,
আমি ওই রাগ তাঁর
কেমনে থামাতে পারি ?
সাহস করে হঠাৎ তাঁকে
বলেই আমি দিলাম ,
“ ঘোরার পড়ে তোমায় নিয়ে
রত্নদ্বীপে যাবো ,
ক্রিম অফ মাশরুম সুপ
তোমায় খাওয়াবো । “
গিন্নি তখন বেজায় খুশি
আবার পড়ে শাড়ি
ফেঁসেই গেছি এবার আমি
না নিয়ে কি পারি ?
সেজে গুজে হঠাৎ যখন
বাহির হলাম পথে
পকেট ফাঁকা আমার তখন
ভীষণ পটি চাপে ।