জীবন তরী ডুব'বে যেদিন
যাবে তুমি শূন্য হাতে,
তবুও তুমি কেন বা ফেলো
দুর্বলদের তোমার ফাঁদে ?
কি হবে সেই ধন সম্পদ
কেন এত ছল-চাতুরি
জীবন তরী ডুব'বে যেদিন
পড়বে মাথায় যমের বাড়ি ।
এই তো সেদিন হাতিয়ে নিলে
জলের দরে রামের ভীটে,
সুদের সাগরে ডুব'বে সে জন
পড়বে যারা তোমার ফাঁদে।
তাকিয়ে আছে যম দূতেরা
উপর থেকে তোমার দিকে,
কেমন করে লুঠছো সবই
দুর্বলদের সুদের ফাঁদে।