শরৎ এসেছে শরৎ এসেছে
আকাশে বাতাসে খুশির রোল ,
চারিদিকে শুধু আনন্দ তাই
কুনো ব্যাঙেরাও বাজায় ঢোল !
বনের পরে জলের ধারে
কাঁশবনেতেও খুশির হাওয়া ,
আয় খুকিরা দেখবি যদি
বাঘ মামাদের মিষ্টি খাওয়া !
বনের ভিতর সিংহ শাবক
জোর গলা তে গাইছে গান
অতি মিষ্টি গাইছে তারা
শুনলে তোদের জুড়াবে প্রাণ !
ছাগল ছানা ছুটছে মলে
নতুন জামা কিনবে তাই ,
জামা পরবে ছাগল ছানা
দেখবি যদি আয় রে ভাই !
ষষ্ঠীতে ওই শেয়াল গুলো
আগমনী গাইবে রে ,
অষ্টমীতে শেয়াল কুকুর
পালিয়ে গিয়ে করবে বিয়ে !
দশমীতে ভাই বোনেরা
মা দুর্গা ভাসিয়ে দেবে ,
সবাই মিলে বলবে তাঁরা
আসছে বছর আবার হবে।