অন্ধকারে হাতরে বেড়াই , আলোর উৎস ;
সমস্যায় জর্জরিত , সমাধান চাই ।
ভীরের মাঝে থেকে , রাস্তা খুঁজি
কাজের ফাঁকে , বিশ্রাম চাই ।
কান্নার পর , হাঁসি খুঁজি ;
খিদে পেলে খাবার খুঁজি ;
আমরা মানুষ , আমাদের চাহিদা অনেক ।
অন্ধকারে কেউ যদি আলো খুঁজে পায় ,
তোমার কি ক্ষতি তাতে ?
সমস্যায় জর্জরিত মানুষটা যদি , সমাধান পায়
তোমার সমস্যা কোথায় ?
ভীরের মাঝে পরে , রাস্তা না পাওয়া
মানুষটা যদি রাস্তা খুঁজে পায়
তোমার কি ক্ষতি ?
কাজ করে ক্লান্ত হবার পর
কেউ যদি বিশ্রাম নেয়
তোমার কি যায় বা আসে ?
কেঁদে কেটে অস্থির মানুষটার মুখে
যদি একটু হাঁসি ফুটে ওঠে
তাতেও তোমার জ্বালা ?
খিদের চোটে অস্থির মানুষটা
অবশেষে খাবার পেলেও , তোমার হিংসা ??
কারন তুমি মানুষ , তুমি হিংস্র !
কারন তুমি বিষ , তুমি বিষাক্ত !