আমি বিদ্রোহী এক প্রেমিক
করেছি ঘোষণা বিদ্রোহ প্রেমে ,
আমি বিদ্রোহী এক প্রেমিক ।
যাহা চেয়েছ , এনেছি আমি
সম্মুখ পানে তোমার ।
তুমি জান না , তাতে
কত ক্লান্ত , ক্লান্তি ছিল আমার ।
তুমি বললে যেদিন গোলাপ
‘প্রিয়’, গোলাপ চাই তোমার ,
ভয় ভীতি সব ছুড়ে ফেলে
ছুটে গেছি গোলাপ কাননে ,
আনতে সেরা গোলাপ , তোমার ;
তুমি জান না , প্রিয়
কত কণ্টক , বিঁধেছে
আমার হাতে পায়ে
আমার সারা শরীর জুড়ে ।
কত ক্লান্তি , কত ব্যথা
কত কষ্ট হয়েছে আমার ।
জানো না বলেই চলে গেলে ছেড়ে
বিদ্রোহী করে আমায় ।
আমি বিদ্রোহী এক প্রেমিক
করেছি ঘোষণা বিদ্রোহ প্রেমে ,
আমি বিদ্রোহী এক প্রেমিক ।
তুমি বললে যেদিন প্রেমের কবিতা
শুনতে তুমি চাও , নীরবে ;
দুপুর বেলা নির্জনে , ওই
তিস্তা নদীর বাঁধের ধারে ।
রাত দিন আমি এক করে
করেছি শুরু কবিতা লেখা ,
তোমার, আমার, প্রেমের ।
কেটেছে কত অমাবস্যা , কত অন্ধকার
দেখেছি চাঁদ , আলো অনেক পূর্ণিমার ।
তুমি জান না প্রিয়ে ,
রাত জাগতে আমি পারি না
জেগে থাকতে আমি পারি না ।
জান না বলেই ,চলে গেলে ছেড়ে
বিদ্রোহী করে আমায় ।
আমি বিদ্রোহী এক প্রেমিক
করেছি ঘোষণা বিদ্রোহ প্রেমে ,
আমি বিদ্রোহী এক প্রেমিক ।
আমি বিদ্রোহী , তাই বিদ্রোহ করি
যারা প্রেম করে চুপি চুপি ;
যারা চুম্বন লোভে আড়াল খোঁজে
তাঁদের পিছে পিছে আমি ছুটি
তাঁদের কটু কথা আমি বলি ।
আমি বিদ্রোহী বলে , ভাই
বিদ্রোহ করে যাই ।