যুগ যুগ ধরে তুলেছ নিজ শির বহু উচ্চে
গড়েছ হাজার সুমধুর বাক্য শব্দ ও বর্নে ,
শত বাঙালির নিশান তুমি ,তুমি বাঙালির আশা
শত বাঙালির অহংকার, তুমি বাংলা ভাষা ।
বিশ্ব ভূমিতে চর্চিত তুমি, ছড়িয়েছ নিজ ডানা
বিশ্ব জুড়ে গবেষণাগারে দিয়েছ আপন হানা ,
নিজের তেজেই দীপ্ত , তুমি ধুপের সুগন্ধি
ছড়িয়ে গন্ধ সকল দেশে দিয়েছ পদধূলি।
হাজার শত বছর পরেও রবে তোমার তেজ
এ তেজ মোরা কভু তোমার হতেই দেব না শেষ।
আমরা নবীন আমরা তরুণ আমরা দেশের আশা
বিশ্ব জগৎ বলবে সত্যি , শ্রেষ্ঠ বাংলা ভাষা ।