হাজার শত বছর ধরে
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রেখো ।
হাজার শত বছর পরেও
সত্যতারই ছবি একো ।
চাইলে তুমি সাগর থেকে
মুক্ত মালা আনতে পারো,
তবুও তুমি কেন শুধু
ধর্ম ধর্ম যুদ্ধ খেলো ?
তুমি আঠারোর এক উন্মাদ কবি
আঠারোর এক গান ।
তুমি আঠারোর এক সৈনিক,
তুমি সৃষ্টির নব প্রাণ ।
তুমি বৃদ্ধা মায়ের হাতের লাঠি,
অন্ধ পিতার চোখ ।
জাগলে তুমি, তোমার ভয়ে
রাজাও গিলবে ঢোক ।
তুমি ধরনীর আশা ভরসা
তুমি ধরনীর প্রান ।
নব্য সমাজ গাইবে শুধুই
আঠারোর জয়গান।