আমি একদিন পাখি হবো ,
এদিক ওদিক ঘুরে বেড়াবো ।
কোন এক দিন সকাল বেলায়
তোমার ঘরের টিনের চালে
শীতের সকাল, রোদ পোহাবো ,
তোমার দিকেই তাকিয়ে রবো ।
আমার ডাকে রেগে গিয়ে ,
আমায় তুমি তাড়িয়ে দিলে
সেদিন আমি নিখোঁজ হবো
নিরুদ্দেশে পাড়ি দেবো ।
আমি একদিন জল হবো ,
তুমি কাঁদলে পরে
তোমার চোখের পাতা হতে
গড়িয়ে পরবো ।
তোমার গালের স্পর্শ নিয়ে
গড়িয়ে যখন পরবো আমি ,
তোমার ঠোঁটের কোণে
ক্ষণিক সময় দাঁড়িয়ে থেকে
মাটির সাথে মিশে যাবো ।
আমি তখন নিখোঁজ হবো ,
নিরুদ্দেশে পাড়ি দেবো ।
আমি একদিন মেঘ হবো
তোমার মাথার উপর থেকে
তোমার দিকে চেয়ে রবো ।
তুমি চাইলে বৃষ্টি ,
আমি বৃষ্টি হয়ে ঝরে পরবো ।
তোমায় পুরো ভিজিয়ে দিয়ে
শরীর থেকে স্পর্শ নিয়ে
নদীর জলে মিশে যাবো ।
সেদিন আমি নিখোঁজ হবো,
নিরুদ্দেশে পাড়ি দেবো ।
নিখোঁজ হবই ।
তুমি আমায় খুঁজলে পরে
নতুন করে জন্ম নেবো ,
শীতের বেলার শিশির হয়ে,
বর্ষা কালের বৃষ্টি হয়ে ,
নাম না জানা পাখি হয়ে ।
জন্ম নেবই ।