আমার দুর্গা জীবন্ত নারী , আমার দুর্গা মাঠে
আমার দুর্গা সর্বত্র , সারা দিন ধরে খাটে ।
আমার দুর্গা ছেঁড়া শাড়ি , আমার দুর্গা পথে
আমার দুর্গা সারা দিন রাত পথেই পড়ে থাকে ।
আমার দুর্গা ধর্ষিত আজ, আমার দুর্গা কাঁদে
আমার দুর্গা আটকে পরেছে অসুরের পাতা ফাঁদে ।
আমার দুর্গা ত্রিশূল বিহীন , রিকশা নিয়ে ছোটে
আমার দুর্গা রিকশা চালায় , তাইতো খাবার জোটে ।
আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে ,
আমার দুর্গা কবে বল আর তোমার পূজা পাবে ?
তোমার দুর্গা স্বর্গে থাকে , আমার দুর্গা মর্তে
তোমার দুর্গা মন্দিরেতে , আমার দুর্গা পথে ।
তোমার দুর্গা ঢাকের কাঠি, তোমার দুর্গা কাশের বন
আমার দুর্গা যৌন পল্লি , সেথায় কাটে সর্বক্ষণ ।
তোমার দুর্গা হাতির পিঠে , তোমার দুর্গা শাড়ির সাজে
আমার দুর্গা উলঙ্গ আজ , নদীর জলে ভাসে ।
আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে ,
আমার দুর্গা কবে বল আর তোমার পূজা পাবে ?