এ কোন সময় চলেছি আমরা সব
শবের মহামিছিলে ।
অনুভুতিহীন ,দয়াহীন ,মায়াহীন
এ আমরা কারা সব যন্ত্রমানব ।
ক্রেশ দিয়ে শুরু করি জীবন আমরা
বৃদ্ধাশ্রমে করি শেষ।
এ কোথায় চলেছি আমরা
শ্রদ্ধাহীন,ভালোবাসাহীন ,বিশ্বাসহীন
জটিল সম্পর্কের এক দিশাহীন
পিচ্ছিল পথে।
কি চাই আমরা, আমরা কি জানি তাই।
আরও চাই ,আরও চাই
ওর আছে আমার কেন নাই!
ওর ছেলে শতকরা ৯০
আমার ছেলে কেন ৯৫ নয়!
ওর টিভি ৩২ ইঞ্চি
আমার কেন ৪০ নয়!
ওর আছে SWIFT DEZIRE
আমার BMW চাই।
এই চাওয়ার কি আছে কোনো শেষ!
ঘৃতাহুতি আগুনের মত
বেড়ে যাওয়া সীমাহীন চাওয়া
কেড়ে নিল সব সুখ,সব কোমল অনুভুতি,
মনের সকল পেলবতা।
ভোগ্যপন্যে ছেয়ে গেছে দেশ
ছেয়েছে বিপনন
আমার প্রয়োজন আমি জানিনা
বলে দেবে টিভির বিজ্ঞাপন।
আলমারিতে ঠাঁই নেই
ওয়ারড্রবের নাভিশ্বাস
তবু আরও চাই,আরও পোষাক
আরোও পরিধান
নাহলে সমাজে আমার
থাকবে না তো মান।
এই অন্তহীন চাওয়ার পিছনে ছুটে ছুটে
ক্লান্ত সবাই।,
একটু যেন শান্তি খুঁজে বেড়াই
বুকে নিয়ে অতৃপ্তির শুন্যতা
প্রাচুর্যের মাঝেও এক গভীর নিঃসঙ্গতা।
সবার মাঝে থেকেও একাকীত্বের
এক নিঃশব্দ অনুভুতি,
গ্রাস করে দিবানিশি।
অথচ এই আলোর পিছনে আছে
এক গভীর অন্ধকার ।
সেখানে নুন আনতে পান্তা ফুরোয়
আদুল গায়ে শীত কাটায়
লম্ফ জ্বেলে রাত কাটায়।
আমার আলো বন্ধ কেন
আমার বদ্ধ ঘরে!
আমার আলো দিইনা কেন ছড়িয়ে অন্ধকারে।
সবার আলোয় আমিও তো হব আলোময়
ঘুচবে আমার একাকীত্বের
অবসাদ- অন্ধকার।
ভোগের চেয়ে ত্যাগে শান্তি
এই গভীর অনুভুতি
দেবে আমায় চরম পরিতৃপ্তি।