খরতাপে দগ্ধ ক্লান্ত দুপুরের পরে
আমি চাই স্নিগ্ধ সজীব এক পড়ন্ত বিকেল।
পাখীর ডানায় ভর করে আসা
শীতল বাতাসের স্পর্শ লাগা এক প্রশান্ত বিকেল।
ঘরে ফেরা পাখীর কুজনে মুখরিত
এক উদাস বিকেল।
দিগন্ত বিস্তৃত,অসীম আকাশ পরিব্যাপ্ত
এক উদার বিকেল।
এক নির্জন নদীতীরে বলাকার ডানায় ভর করে
দিগন্তে নেমে আসা
গোধুলীর সান্ধ্য বিকেল।
নির্জন একাকীত্বের নিবিড়তায়
জলের প্রতিবিম্বতায়
আমি চাই ভারমুক্ত ,তরঙ্গায়িত বিকেল।
থাকনা পরে হিসেবের গেরোখাতা,
যোগ বিয়োগ গুন ভাগ।
আস্বাদ করিতে দাও স্বাদ,
দিগন্তে লীন হওয়া অপসৃয়মান বিকেলের
হাতছানির ডাক।
নিমজ্জিত একাকীত্বের গভীরে
ডুবতে দাও আমায় আমার মাঝে
বিলীয়মান দিনের যবনিকা শেষে।