আঁধার ঘনায়েছে চারিদিকে ।
বুদ্ধিহীন জড়ত্বের অন্ধকারে
বেশ আছি আমি ।
থাকতে দাও আমায় নীরবে নিভৃতে
অন্ধকার আচ্ছন্ন তমসার তমিশ্রের মাঝে ।
দিওনা জ্ঞানের আলো ।
বিবেকেরে প্রস্ফুটিত কোরোনা
সেই আলোর ছটায় ।
অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হতে দাও
নীতিহীনতার পঙ্কে যেন আরও আরও
আরও ডুবে যাই ।
চারিদিকে আঁধার ,আঁধার ,আঁধার ।
আঁধারের মাঝে এই তো আমি বেশ আছি ।
আমার কোনো চাওয়া নাই ,
আমার কোনো পাওয়া নাই ,
আমার কোনো জিজ্ঞাসা নাই ,
নাই কোনো অধিকারের দাবী ।
ভিক্ষান্নে বেশ আছি ।
যাপাই তাই পেয়ে গাই গুণগান ।
যতই কর লাঞ্ছনা ,ঘতই কর অপমান ,
দিনান্তে মুষ্ঠী ভিক্ষাটুকু যেন পাই ।
শিরদাঁড়া বেঁকে গেছে
অজ্ঞতার গোলামীর ভার বয়ে বয়ে ।
তাই আমায় দিওনা শিক্ষার আলো ,জ্ঞানের আলো ।
প্রশ্ন করবো ,জানতে চাইব ,এটা কেন হলো ?
প্রশ্নহীনতার শান্তি যাবে চলে ,জীবন হবে দুর্বিষহ ।
ক্ষমতার অলিন্দে পরে থাকা ছিটেফোঁটা
উচ্ছিষ্ট নিয়ে,
বিবেকেরে পাঠায়েছ যারা ঘুমপাড়ানির দেশে ,
তারা আর জাগিওনা ।
বেশ হবে নিরুপদ্রব সুখের জীবন ,
নাজানার না দেখার অন্ধত্বের দাসত্ব শৃঙ্খলে ।