মিশকালো রাতের আধারের মতই
নক্ষত্রের ছিটেফোঁটা সূক্ষ্য আলোতেই,
রাঙানো নীল আভায় আকাশ দেখি।
তুমি নেই সত্যি, তবুও তোমায়আঁকি,
পাবোনা জানি, অদ্ভুত শিহরনে জাগা
দক্ষিণ অলিন্দে আজ সবকিছুই বাকি ।
ফাঁকা হৃদয় জুড়ে ঘুরে বেড়ায় সে কি?
আমার স্বপ্নেরা উড়ে না আকাশে,
বন্ধুত্বের মাঝেও ভেদ রচে যাই ।
জীবনের রঙডালা সাঁজিয়ে বসেছি
জীবনারণ্যে,
শব্দহীন নির্ঘূম রাতের প্রহর খুঁজেছি,
শুধুই হয়ে হন্যে ।
র্স্পশ ছাড়া আবেগময় সবকিছু আবেগ নয়,
প্রেমের অনুরাগে জীবনে তবু বাঁচা যদি হয় ।
সব গোছানো অগোছালো আজ,
আধুনিকতায় বাঁচা ভীষণ লাজ ।
বুকে চিরায়ত স্বপ্নের আঁধার,
সারাজীবন হয়ে যাবে পার,
শূন্যতাই রইবে পরে শুধু।
বাংলায় রবে মনের কথা
সমাহিত স্বপ্নের যত ব্যথা ।
এই বাংলায় কি কাজ তোমার?
সত্যেরা পিছে পড়ে,মিথ্যে সাঁজ,
কলঙ্কিত অধ্যায় আছে গাঁথা,
নির্লিপ্ত, নিস্পেষিত সমভ্রম আমার
তবুও বাঁচি স্বপ্নের মাঝে বারবার ।