>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সবুজের হাতছানি বুকের লাল জলায়
বেজে উঠে মিষ্টি সুর অতৃপ্ত বেহালায়
তুমি আমার স্পন্দনের নীল আকাশ
তে রে কে টে তা তবলার স্বচ্ছন্দ নির্যাস ।
গিটারের স্ট্রিং গুলায় টুং টাং শব্দবোনা
অন্তরে গহীন সুরে মিলনের দিন গোনা
পর্দা,জানালার সুরের মতই রঙীন সহচর
ভালবাসার ভোরে হয় শুরু, সেই প্রহর -
তোমার আমার বেঁচে থাকার গান
পাতাঝরা হেমন্তে কাটে দিনমান।
অনুরাগের ছোঁয়ায় ঝুমুর ঝুমুর বাজে নুপুর
কাজল আঁকা চোখ দু'টোতে পদ্মপাতার পুকুর।
দুঃখ,সুখ,যন্ত্রনা,হতাশা জীবন চলে সব মিলে
রাস্তায় হেটে চলা স্বপ্নরা জীবনের কথা বলে
নিষিদ্ধ আধাঁরেও চলে মিছিল তোমার আমার
আলোতেও এক রেশ মিছিলকামি জনতার।
জীবনযুদ্ধে হারিয়ে যাওয়া স্বপ্নেও করি খেলা
ভালবাসি জীবন তোমায়,তাই কাটে বেলা ।
এলোমেলো চিন্তাগুলো বয়স নিচ্ছে কেড়ে
জন্জাল আধিক্যে দিনগুলো যাচ্ছেই বেড়ে
পরে রইলো শুধু কঙ্কালসম এই বাহারি জনপদ
পাশ ফিরে চেয়ে দেখি সব ছিল মায়ার সভাসদ ।
বাচাঁর অধিকার কে দিয়েছে তোমায় ?
হুঙ্কারে ধৃষ্ঠতার পরিহাস দেখে রিতীমত বিস্ময়
অন্ধকার ,অন্ধকার ,আলোর আশায় ।