ইদানিং লোভ ভয়ানক ভাবে ছুটছে আমার পিছু,
ওইতো নন্দিনী ,টানা চোখে কাজল লেপ্টেছে
হয়তঃ ভালোবাসার সুখে বালিশে মুখ লুকিয়েছিল ।
আহ্ !কি প্রেমের আকুতি ঠোঁট জুড়ে, টানছিল ।
ছোট্টটি হতাম যদি স্কুল পালাতাম ফের ,
চন্দ্রবিন্দুর কোলে চড়ে চরকা কাটা বুড়ীর কাছে-
যেতাম চলে মায়ের আচল ধরে স্বপ্নের ঘোরে ।
মুঠো মুঠো গুড় মুড়ি ধামায় ভরে ,খেতাম সবে
হৈহুল্লোড় করে ।ইদানিং লোভ জেগেছে মনে ।
সত্যি লোভ এসে বলছে চুপিচুপি কানে কানে
দাওনা একটু সময় ফের একবার আসি ঘুরে ,
হাজীর বিলে শাপলা তুলে ,ডাঙ্গায় সজঁনে গাছ
আহা্ লোভ হচ্ছে ভারি ,বেঁচে থাকার আরেকটু ।
সময়ের কাছ থেকে করব চুরি সময় ~লোভী,
স্বার্থপর, তোমরা যে যাই বল আমার চাই চাই ।।।।