><><><><><><><><><><><<><
অদম্য বাসনায় অনিচ্ছার বেলাভূঁমিতে দাড়িয়ে,
নিস্পেশিত অবহেলায় শোষিতে দু’হাতটা বাড়িয়ে,
খুজে নিতে চাই, তোমার সুনিবিড় ভালবাসা,
আলিঙনে চাই জড়িয়ে নিতে ফেলে সব আশা ।
দুঃখের ডিঙি দেই পাড়ি, সুখের রাজ্জ্য ছাড়ি একা ।
অজস্র সংখানুপাতে বন্ধুত্ব জনে জনে বিলাই কত !
দেবে কি আশা দুরাশার দোলাচলে যত্ন ছিলশত ।
জানিনা বন্ধু এই সমুদ্রে,আবারহবে কি দেখা ?
সাতরঙা মেঘগুলো ভেঁসে বেড়ায় দিনমান জুড়ে
সুখের আলিস্যে ভরা যন্ত্রনাকাতর নিয়ে মনটারে,
বেদনার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছি অযথাই-----
ভালবাসি,ভালবাসি শীষ কেঁটে গান টাই গেয়ে যাই ।
মিষ্টি মিষ্টি দুষ্টনেশায় ভালবাসি কতই না আপনজন,
কষ্ট,মিষ্ট,তিক্তস্বাদের ভালবাসায় ছোঁয়াছে এই মন।
অভিমানের পাতায়মোড়া স্বপ্নালু চোখে সুখের জীবন--
অজস্র কান্না লুকানো হৃদয়ের গলিতে থাকে সেইজন ।
ভারী নিঃশ্বাসের এই বুকের উঠানামায় মেতেছি দু’জন,
বুকেরখাচাঁয় ছটপট করে যন্ত্রনায়,উড়ে যায় সে আপন
নষ্টনীড়ে সাজে মন ,ভূলকরেভাবি তোমায় সারাক্ষণ ।
কচিঁ সবুজপাতার শরীর মাঝে রঙীন দিনকে যায়দেখা
ভূলোনা আমায় অজস্র ব্যাথায়আপণ,আছি শুধুএকা ।