সভ্যতার পথ ধরে জন্ম থেকে ইতিহাস হয়ে-
ছিঁটকে পরা আমি এক জীবন।
অতীত ছিল বহুরুপে,বর্তমান প্রজন্ম হয়ে,
লালিত স্বপ্নে করেছ সৃজন ।
মহোৎসব শেষে অতীত ভারাক্রান্ত হৃদয়ে
ছুটে চলেছি মৈাণতার মিছিলে,
স্বপ্ন চোখে যদি, মৃত্যু আসে যতন করে,
ও বেলায় একটিবার এসো-
সাজঁবো আমি সাদায় ,দেখব নয়ন ভরে,
কোথাও চুপটি করে বসো ,
নয়নকোণে জলেরা যায়না যেনো ঝরে !
স্বপ্নের লালচোখ শাঁসায় যে আমারে,
আসবো না আর,যাচ্ছি ফিরে অচিনপুরে।
নীরব অন্ধকারে স্রোতের ভেলায় চড়ে ।