বিফলে মূল্য ফেরত-খাঁটি ভালবাসা দিব একরাশ,
....................................... ভাড়াঁয় আছে ভালবাসার বিশাল জলা, হৃদয়ে সমুদ্দুর
হৃদয় আমার বাঁধা কঠিন শিকলে, তবুও স্বপ্নেবাস ।
...................................... সুনীল আকাশে লাঙ্গলফলার আচঁড়, দৃষ্টি চলে যদ্দুর,
ভালবাসার হুদয়ে বিষবাস্পের মলিন পরিহাস ।
...................................... পত্র দিও না ভূলে, ডাকহরকরা ছুটিতে আজও,
...................................... কথন, লিখন পাল্টেছে ধরণ, ছুটিতে পূর্বরাও ।
...................................... রূপ-রস,কাম,বিষাদ,নপুংসকতার গোপন তলে ,
...................................... সাহিত্যে আধুনিকতায় সবকিছুরই মিছিল চলে ।
রঙীন খামের তলানীর তলায় পূর্বের বসবাস ।
..................................... পাতার পর পাতা ভরে না বিষাদ আর আকাঙ্খার,
..................................... ভাড়াঁয় আছে বিশাল হৃদয় সাথে প্রেমের জলাধার ।
খাতা,কলম সবি আছে ভরে না পাতার পর পাতা !
জীবনবোধের দিন চলে যায় জাগে বিরহ ব্যাথা ।
.. ................................... হারাতে হারাতে অ-সুখী মন, চোখ ভিজে যায়,
...................................... আকাশ,চাঁদ,মেঘ,পুস্পশোভা,সুখ সফলতায়,
মধ্যযুগে আজ হাতছানি দেয় ভালবাসার ক্ষুধা,
তাই ফেরি করি ভাড়াঁয় ভরে প্রেমের স্বপ্নসূধা ।
07-01-15.