সোনালী রূপালী আলো পায়না ছাড়া,
নিত্যদিনের শব্দের অবহেলায,
বখে যাওয়া কোন ছেলে মানুষের ছেলেমি,
রেখে যাওয়া সুখের গাছ তলায,
কাব্যকথার ফুঁলঝুড়িটার নিদারূন সব,
অতি প্রাকৃত গহীন হৃদয় জ্বালায়।
অগোছালো রাতের ক্লান্তিতে আড়ষ্ঠতা ভেঙে,
জীবন চুঁইয়ে চুঁইয়ে ঝড়েছিল ।
ভোরের স্নিগ্ধতা কুঁড়িয়ে নিয়ে ছড়িয়েছি,
কত রঙের ছকে মোড়াঁনো সব এলোমেলো,
রঙহীন স্বপ্নগুলো আস্তাকুড়ের জীবন্তলাশ।
চাঁদের বুকে কিছু কথারা আঁচড় কাটে,
তাই কল্ঙকের দাগগুলো রয়ে যায়।
যাযাবরের মত কূলের দেখা নাই,
চলতে হবে চলছি,নিঙড়ানো সব কথার
কল্পঝুড়ির গল্পের রঙের মিলিত নির্যাস।
-----------------------------------------------------------------------------------------