সমস্ত ভালবাসারা যদি হরতাল করে কোনদিন!
পৃথিবী আর মনুষ্য অস্তিত্ব বিলীন হবে সেইদিন ।
মুক্তি দিলাম বলে জীবনের লেনদেন যদি শেষ হয়?
শেষ বিকেলের ঐ রৌদ্দুরে তুমি আসবে, একলা চলার ভয়।
হরতালের পরে এই পৃথ্বে ভালবাসার হবে না সূর্য়োদয়।
রেখেছি খোলা মনের নষ্ট দুয়ার,
যখন তখন যাওয়া আসা সবার।
সুধাকরের আলোয় তোমার মুখটি আর খুঁজব না,
হয়তঃ সেই প্রভাতে থাকব না আমি, রবির কিরনে
জাগবে না আশা,আর তোমাকে নিয়ে ভাববো না।
আমার মনটা হয়ে যায় নষ্টার আকার।
দিনে দিনে আমি হই নষ্টার খোঁলা দুয়ার।
ভালবাসার হরতাল আর মুক্তির মিছিলে বেঁচে থাকা,
কত সহজ মুক্তি ছিনতাই করে র্নিলিপ্ত জীবনকে আঁকা।
কানভাসে রং এ আকা শব্দের সাথে ছিল চুক্তি।
আবেগের যুক্তি, নষ্ট আমি পেয়েছি আজ মুক্তি।
নষ্টের কষ্ট থাকতে নেই, এটা সহজ সরল উক্তি ।
07/9/14