বড্ড বেশী দেরী হয়ে যায়,
অপলক জোছনায দেখি তুমি নাই ,
শ্মশান শূন্য মাঠে জোনাকীরা জ্বলে না,
দিগন্ত পেরিয়ে অনন্ত নীলে হেঁটে যাই,
পিছন ফিরে দেখি তুমি নাই ।

বড্ড বেশী দেরি কর তুমি
নীল শাড়িতে মানাবে না, জোছনা চাই ,
কাঁচ পোকার টিপ দিও,
বিনিদ্র রজনীর বিছানায় চাপা বিষাদ
ফিরে ফিরে দেখি তুমি নাই ।

দেরি হবে ভেবে আগ বাড়িয়ে যাই,
শঙ্খচূড়ার পাশ ঘেষে শীষ কেটে যায়
দীঘল বাতাস,চমকে্  চমকে্  উঠি
বুভুক্ষের মতো গিলবো আঁধার
মাঝরাতের রাত্রি প্রহরী হবো আমি
বড্ড বেশী দেরি কর তুমি।
28/8/14