তুমি চলে যাও দূরে ক্রমে
আমি রইলাম জগদ্দল পাথর যেন,
মিষ্টি সুবাস ধীরে ধীরে উঁবে যায়।
হারায় কি ভালোলাগা এমনি পায়ে নেমে,
মাথায় ছিলে,কেশ জুড়ে ছিলে,
চোখের জানালায় ঘুম নামায় হরদম,
পুরো শরীর জুড়ে ছিলে তুমি দিনান্তে,
তোমাকে খুঁজি সারা বিশ্ব ঘুরে ।
পৃথিবী বদলে গেছে
ধীরে দিন যায,চলে যাও তুমি ক্রমে:
ঘাসেতে দেখিনা প্রেম
সব যায় জমে।
বহু বছর পর আমার ঘুম ভাঙালে!
বাতাসে এসেছি ভেঁসে,
তুমি এসে বলে যাও,ভূল ছিল তোমার,
ক্ষমার পাঁপ নিয়ে বিবেক জাগে,
বৃষ্টির ধারাঁ ঝরে না, স্তব্ধ ভালোবাসা ।
নিস্তব্ধতায় অচীন আছি একা ।
তুমি চলে যাও দূরে ক্রমে
26/8/14