................
জোনাক জ্বলা রাত, সবুজ গ্রামে মিটি মিটি পিদিমের আলো,
মাটির দাওয়ায় পাটির উপর জোছনায় ভাঁসা রাতের কালো।
জোনাকি আলো, ঝিঁঝিঁ ডাক, গাছের ছায়াঁ জোছনার আলোয়,
স্বপ্নের ছবির এই মায়ায় তবু শূন্যতা ভরা আজি নিকষ কালোয়,
রাতের আকাশে নক্ষত্ররাজির লুকোচুরি,
গাঁ ছমছম, আলো-আধারির স্বপ্নপুরি।
জোনাকিরা হারিয়েছে সভ্যতায়, পিদিমের আলোগুলিও তাই,
হারানো সেই স্বপ্নের দিনে চলে যাই, ভাবনায় অতলে তা নাই ।
দিনগুলো সেই হৃদয় খাঁচায় বন্দী আজো, জীবন মাঝে না পাই,
মনুষত্ব সেতো জিঘাংসায় দিক হারা প্রাণীর জীবন্ত ফসিল
নিত্যকাটানো দিনগুলো এই পৃথিবীর উজ্জল দৃষ্টান্ত দলিল ।
নাগরিক সভ্যতায় জোনাকীরা আলো জালে রাত্রির র্নিজনতায়,
মাসংল দেহরুপী সমাজের জোনাকীরা সুরসুর করে শরীরেবায়।