জানো তোমার স্নিগ্ধ্বতা আমায় ডুবায়,
তোমার প্রেম আমাকে সাগরে ভাঁসায়
বৃষ্টির পরশে যে শিহরণ জাগে,
তোমার পরশ বৃষ্টিস্নাত লাগে,
তাই আজো বৃষ্টি, তুমি, একি সুরে গাঁথা,
চলে গেলে কাঁদে মন, পেয়ে দুঃখ ব্যাথা ।
ভালোবাসি বলেই বৃষ্টি আজো ঝরে,
অবিরাম বর্ষায় তোমাকে মনে পড়ে ।
পাখি হয়ে আমি আকাশে উড়ে বেড়াবো,
বৃষ্টিভেজা মন আমার শূন্যেতে হারাবো ।
আবারো হারিয়ে ফেলেছি বৃষ্টি ভেজা আকাশ
ঘ্রাণের স্নিগ্ধ কেশে নিশ্বাঃস, নেবে না সুবাস।
হারিয়ে ফেলেছি গুম হযে যাওয়া মানেুষের মত,
সবুজ আরো সবুজ সিক্ত ভালবাসায় ঝড়ে যত।
জানি কোন স্বপ্ন হয়তঃ আসে না এখন
কোন হৃদয়ের মনোছবি ভাসেনা যখন
চারিদিকে সবুজের মাঝে এই ভালবাসা
নিত্যদিনের কাব্য, অভিমানি সব আশা
সাজাতাম রঙীন করে সারাটাবাড়ি তোমাকেময়,
তোমাকে ঘিরে সবুজের মায়া বাঁজাতো সুরোলয় ।
সূরের কোন মূর্চ্ছনা আজো কি বাজে সেথায়?
মনের বীণায় করুন সূর, কষ্ট জাগে ব্যাথায় ।
06/7/14