শূণ্যতার বুক চিড়ে তুমি এলে
শূণ্যর বাকী ভাগ তুমি নিলে।
একভাগ কষ্টসাথে বেজায় ছিলাম ভালো
এখন পুড়ি শতভাগ, বিস্বাদ নিয়ে কালো ।
বিষন্নতা আজ শিরায় শিরায়,
সুখটা এসে খানিকটা দাড়ায়।
দুঃখ পাশেই পাপড়ি মেলে,
জীবন জুড়েই হাঁসে খেলে।
স্বার্থহীন কষ্টগুলো বন্ধু আমার,
হারাবার কিছু নেই যে তোমার ।
স্বপ্নেরা ভীড় করে হৃদয় মাঝে,
হৃদয়টা সাজানো কষ্টের সাঁজে ।
ভবিস্যত যার অন্ধকারে হেঁটে বেড়ায়
সেখানে প্রেম যে যুক্তির বারতা ছড়ায়
’মুক্তি’র আস্বাদ ‘প্রেম’ তোমাকে দিলাম
শতমণি ধন বন্ধু হয়েই কাছে ছিলাম ।
যুক্তি নাই জেনেও তবু, স্বপ্ন চোখে বেড়াই
অন্ধকার আজও তেমন, তোমাকে ছাড়া ই ।
03/7/14