জোয়ার ভাটার মত ভালবাসার কম বেশী আসা যাওয়া,
একেক সময় জোয়ারের স্রোতে ভাসিয়ে নেয় প্রেম,
হাবডুবু খেতে খেতে ভাবি, অসামান্য ভালবাসার পাওয়া ।
ভাটা এলে কষ্টের বোঝায় বাস্তভিটায় সর্বহারার মত,
মনের কষ্টরা এই বুকের ভিতর বানায় যন্ত্রণার ক্ষত।
অসহায় র্নিলিপ্ত চোখে বানভাসি মানুষের প্রতিকৃতির ছাঁয়া,
কপাল কুঁচকে,দাতে দাত পিষে বেদনার উপশম খুঁজি,
ভালবাসার এই সর্বনাশা খেলায় খেলব বলেই ---
বারবার ফিরে আসি।
দু’টি মনের টানাপোড়েন চিরন্তন নেশায় মাতে,
বিনিসূতায় গাথা আজব প্রাণের চঞ্চলতার সাথে,
শত কষ্টেও ভালবাসি।
কম বেশী মানে না মন,যাতনায় কাটে দিবানিশি
সুখ স্বপ্নের আশায় ঘুরেফিরেই কাছে আসা
বলি, তবুও ভালবাসি ।
15/6/14