নীরবে,নিঃশব্দ, গোপনে যখন তোমায় আমি দেখি,
চুম্বকিত সৃষ্টি সহস্রাব্দের চিরচেনা সুন্দর রুপে আঁকি।
হলুদ, লাল, নীল রংবেরংর খেলা,
পাশাপাশি হাজারো মেঘের ভেলা,
সজীব আরো সজীবতায় সুন্দর রুপ,
বৃষ্টি গুলো টুপটাপ ঝড়ে যায় নিশ্চুপ।
তোমাকে নিয়ে এক সমুদ্র, পাহাড় গান লিখব,
সবকিছু ঠিকঠাক যদি মিলে যায় তাই শুনব,
ঢেউ আর পাহাড়ের কঠিন সবুজে তোমায় আকব,
বারবার ফিরে ফিরে আসা ডাকে তোমায় খুঁজব।
ভালবাসায় স্হবিরতার মুক্তির নির্যাস,
কলকাকলিতে জীবন, প্রেমের র্দীঘশ্বাস।
সুঘ্রানে চনমন পুলকিত দেহখানি
নিঃশ্বাসে টানি প্রেম, সেতো জানি!
কি আজব শুদ্বতায় পেলবিত দেহ তার,
শঙ্খ চিলের র্তীযক চাহনীতে হারাবার ।
আমি তোমাকেই চাই, এক ঝলক বাতাসে
তীব্র কামনা বাসনার প্রহরের নিঃশ্বাসে ।
25/5/14………………………………………………………