>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সোনায় সোহাগী মন,খুঁজে খুঁজে ফেরে তোমায় ।
বিনিদ্র রজণী কাটে একাকি কষ্টের প্রহর গুনায়,
ভোরের আলোয় র্নিমল প্রশান্তিরা বসন্ত নামায় ।
পাখিরা সব যাচ্ছে উড়ে সবুজের সীমানায,
সাথেই স্বপ্ন ছিল পাখির পিছু, দূর অজানায়।
কতই যে বারন করি, সোহাগী এই মন টাকে আমার
বুঝেও মানে না শুধুই থাকে বাকি, চোখে অশ্রু নামার ।
ভিজে ভিজে যায় মন কোন প্রাতঃ ভৈরবী রাগে,
স্বর্ণালি স্বপ্নধারা ঝরে বুকেতে, ঝর্ণাধারায় জাগে ।
ভালবাসায় অশান্ত হৃদয় তোমাকেই শুধু খুঁজে ফেরে
সুখের আড়ি একাকী তাই, কষ্টের সাথ তোমায ছেড়ে ।
সোনায় সোহাগী মনে ভালবাসার ঝর্না টিপ্ টিপ্ ঝরে
বৃষ্টির ফোঁটাগুলো শরীর বেয়ে নেমে ঝর্ণাধারায় পড়ে
08/05/14……………………………