এতো নিরবতা দেখিনি কখন!
             প্রাণ হারা সবুজের ঘাস।
এতো থম-থম লাগেনি কখন!
             তুমি বীনা মোর ক্যামপাস।


গাছতো বলে না, মাঠতো বলেনা!
             বলে না বিদ্যা পিঠ।
তুমি না ছাড়া, জাগবেনা তারা!
             করেছে আজকে রিট।