আমার শহরের কষ্টগুলো
তোমার শহরে যেতে চাই,
আমার শহরের ধর্ষণকারী
তোমার শহরে মুখলুকায়!
যত আছে দালান কোঠা
আমার এই প্রাণের শহরে,
নিত্য নতুন সাজে আজ
ডেকে রাখে কালো রে!
ভোগ বিলাসের মঞ্চে বসেছে
ইট পাথরের শহরে,
তোমার শহরের পাখিগুলো
আমার শহরে এলো রে..
আমার শহরের আবর্জনাগুলো
রাস্তায় রাস্তায় মিছিল ধরে..
তোমার শহরে ডাস্টবিনগুলো
প্রতিবাদে, নিন্দায়, ঝড় তুলে!