আমি মানবী নই
আমি কেবল দানবী !
রক্ত চাই,আরও রক্ত চাই
ধ্বংশ চাই সবি।
ঐ আমি মানবী নই
আমি কেবল দানবী!
আমি স্বাধীনতা খাবো
আমি তোর অধিকার খাবো
বাসে টার্মিনোলে পেক্টল দিয়ে
মানুষ পুড়িয়ে মানুষের কাবাব খাব
ঐ আমি মানবী নই
আমি কেবল দানবী!
রক্ত চাই,আরও রক্ত চাই
ধ্বংশ চাই সবি
শিক্ষা আমায় প্রথম করেছে
করেনিতো মানুষ!
মুখস্থ বিদ্যা যন্ত্রনা দিয়েছে
দেয়নিতো এইটুকু হুশ
ঐ আমি মানবী নই
আমি কেবল দানবী!
রক্ত চাই,আরও রক্ত চাই
ধ্বংশ চাই সবি।