একটি পাওয়া হলেই
আরো পাঁচটি চাওয়া আসে
এতো হারায় তবুও হৃদয়
চাওয়ার শ্রোতেই ভাসে!

নিরাশারি অন্তরালে
বন্ধি থাকে হিয়া
সেখানেও আশা আসে
নতুন খবর নিয়া!

ব্যর্থ পথে যাবনা আর
হাজার করি পন
নতুন আশায় পরে
ভাঙ্গে শপথ মন।